রাজনীতিশিক্ষা

জকসু ফল: ভিপি পদে মাত্র ৬ ভোটের ব্যবধান, ৮ কেন্দ্রে এগিয়ে শিবির

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে ধীরগতিতে। সর্বশেষ প্রাপ্ত ৮টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে শীর্ষ তিন পদেই (ভিপি, জিএস, এজিএস) এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। তবে ভিপি পদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীর সঙ্গে চলছে শ্বাসরুদ্ধকর লড়াই। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান মাত্র ৬ ভোটের।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে এই ফলাফল জানা গেছে। যান্ত্রিক ত্রুটি ও গণনায় বিলম্বের কারণে এখনো ৩১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

শীর্ষ তিন পদের ভোটের চিত্র (৮ কেন্দ্র)

প্রাপ্ত ৮টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই চললেও জিএস ও এজিএস পদে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেল।

পদ

শিবির সমর্থিত প্যানেল

ছাত্রদল সমর্থিত প্যানেল

ব্যবধান

ভিপি

রিয়াজুল ইসলাম (৮১০ ভোট)

এ কে এম রাকিব (৮০৪ ভোট)

৬ ভোট

জিএস

আব্দুল আলিম আরিফ (৮২৫ ভোট)

খাদিজাতুল কোবরা (৪২২ ভোট)

৪০৩ ভোট

এজিএস

মাসুদ রানা (৭৯৯ ভোট)

আতিকুর রহমান তানজিল (৬৯০ ভোট)

১০৯ ভোট

অন্যান্য পদের অবস্থা

শীর্ষ পদগুলোতে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও সম্পাদকীয় পদগুলোতে লড়াই করছে ছাত্রদল। বিশেষ করে পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক—এই দুটি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর কয়েকটিতেও ছাত্রদলের প্রার্থীরা ভালো অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

গণনায় বিলম্ব ও যান্ত্রিক ত্রুটি

ভোট গণনা প্রক্রিয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার রাতে দীর্ঘক্ষণ গণনা স্থগিত ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতি ব্যবহার করে রাত পৌনে ১টার দিকে (৫ ঘণ্টা পর) পুনরায় গণনা শুরু হয়। তবে বুধবার সকাল পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে মাত্র ৮টি কেন্দ্রের (নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, সিএসই, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং) ফল প্রকাশ সম্ভব হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফল ঘোষণার অপেক্ষায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

#জকসু নির্বাচন#জগন্নাথ বিশ্ববিদ্যালয়#জকসু ফলাফল#ছাত্রশিবির#ছাত্রদল#অদম্য জবিয়ান ঐক্য#জকসু ভিপি#JACSU Election Result#JnU News#Shibir vs Chatra Dal

প্রতিবেদক

জবি প্রতিনিধি

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...