ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির খুন, কারওয়ান বাজার অবরোধ

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে তেজতুরি বাজার এলাকায় স্টার কাবাবের গলি
রাজধানীর তেজগাঁও এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে তেজতুরি বাজার এলাকায় স্টার কাবাবের গলিতে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ নামে আরেকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মুছাব্বির খুনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কী ঘটেছিল সেই গলিতে?
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মুছাব্বির এবং তেজগাঁও থানা ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারি মাসুদসহ কয়েকজন স্টার কাবাবের পাশের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে মুছাব্বির ও মাসুদ দুজনেই লুটিয়ে পড়েন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান বলেন, "স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।"
আহত মাসুদের অবস্থা
গুলিবিদ্ধ মাসুদকে প্রথমে বিআরবি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন জানান, "মাসুদের পেটের বাঁ পাশে গুলি লেগেছে। তার অপারেশন সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত।"
মুছাব্বির কে ছিলেন?
নিহত আজিজুর রহমান মুছাব্বির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছিলেন। বর্তমানে কমিটিতে তার সুনির্দিষ্ট কোনো পদ ছিল না।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির
রাস্তা অবরোধ ও যানজট
নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিক থেকে বিআরবি হাসপাতালে ভিড় করতে থাকেন নেতাকর্মীরা। ক্ষোভ প্রকাশ করতে তারা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন। ফলে ফার্মগেট থেকে শাহবাগগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা





