রাজনীতিজাতীয়বাংলাদেশ

আপিল শুনানির দ্বিতীয় দিন: ৫১ প্রার্থী ফিরলেন ভোটে, বাতিল ১

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই শুনানি গ্রহণ করবেন। ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর ৭১ থেকে ১৪০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিনের ফলাফল: ৫১ জনের মুখে হাসি

এর আগে শনিবার (১০ জানুয়ারি) শুনানির প্রথম দিনে মোট ৭০টি আপিল নিষ্পত্তি করে কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনের শুনানির ফলাফল নিম্নরূপ:

  • মঞ্জুর (আপিল গৃহীত): ৫২টি।

  • নামঞ্জুর (বাতিল বহাল): ১৫টি।

  • মুলতবি (অপেক্ষমাণ): ৩টি (তথ্যগত অসংগতির কারণে)।

মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজন প্রার্থীর বিরুদ্ধে করা আপিল গৃহীত হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়ে গেছে।

পরবর্তী শুনানির সময়সূচি

নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৬৪৫টি আপিল আবেদন নিষ্পত্তির লক্ষ্যে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। পরবর্তী সূচি হলো:

  • সোমবার (১২ জানুয়ারি): ১৪১ থেকে ২১০ নম্বর আপিল।

  • মঙ্গলবার (১৩ জানুয়ারি): ২১১ থেকে ২৮০ নম্বর আপিল।

ফলাফল জানা যাবে যেভাবে

শুনানি শেষে তাৎক্ষণিকভাবে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হচ্ছে। এছাড়া রায়ের পিডিএফ কপি এবং সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইলে পাঠানো হবে। সাধারণ মানুষ নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও ফলাফল দেখতে পারবেন। ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত শুনানির রায়ের অনুলিপি ১২ জানুয়ারি নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।

#নির্বাচন কমিশন#আপিল শুনানি#জাতীয় নির্বাচন ২০২৬#প্রার্থিতা বাতিল#সিইসি নাসির উদ্দিন#ইসি সচিবালয়#মনোনয়নপত্র আপিল#Election Commission BD#Nomination Appeal#BD Politics

প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...