ঋণখেলাপি হয়ে বাদ বিএনপির মুন্সী, কুমিল্লা-৪ এ হাসনাতের পথ পরিষ্কার?

ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। ঋণখেলাপির দায়ে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠ থেকে ছিটকে গেলেন তিনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের চেম্বার আদালত তার ঋণখেলাপির স্থাগিতাদেশ বাতিল করায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর ফলে কুমিল্লা-৪ আসনে ধানের শীষের প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। অন্যদিকে এই আসনে এনসিপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জুলাই বিপ্লবের অন্যতম ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।
আদালতে যা ঘটলো
প্রিমিয়ার ব্যাংকের ঋণখেলাপির তালিকায় নাম থাকায় মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র ঝুঁকির মুখে পড়েছিল। এর আগে তিনি হাইকোর্টে রিট করলে বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ তার নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করেন। ফলে তার নির্বাচনের পথ সাময়িকভাবে খুলেছিল।
কিন্তু হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। বৃহস্পতিবার শুনানিতে ব্যাংকের পক্ষে ব্যারিস্টার বিভূতি তরফদার জোরালো যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।
আইনজীবীরা জানান, "চেম্বার আদালতের এই আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী এখন দালিলিকভাবে একজন ঋণখেলাপি। আইন অনুযায়ী ঋণখেলাপি ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না।"
হাসনাত আব্দুল্লাহর অবস্থান ও রাজনৈতিক সমীকরণ
মঞ্জুরুল আহসান মুন্সী বাদ পড়ায় কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণ সম্পূর্ণ পাল্টে গেছে। এই আসনে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) থেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বিএনপির হেভিওয়েট প্রার্থী সরে যাওয়ায় হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী কমে গেল। স্থানীয় ভোটারদের মতে, মুন্সী বাদ পড়ায় এখন হাসনাতের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। তবে শেষ পর্যন্ত বিএনপির ভোটব্যাংক কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়।
প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা





