আজ থেকে অবৈধ ফোন বন্ধের প্রক্রিয়া শুরু: আপনার মোবাইল কি নিরাপদ?

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 'ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার' (এনইআইআর) কার্যক্রম। এর মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে আনঅফিশিয়াল বা অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া কার্যকর হলো।
বিটিআরসি জানিয়েছে, এখন থেকে নতুন কেনা কোনো ফোন যদি অবৈধ বা চোরাই পথে আসা হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে এবং নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যাবে।
আপনার হাতে থাকা ফোনটি কি বন্ধ হবে?
এনইআইআর চালুর খবরে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন। এক নজরে জেনে নিন কাদের ফোন নিরাপদ:
সচল ফোন নিয়ে ভয় নেই: বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা কোনো ফোন (সেটি অনুমোদিত হোক বা অননুমোদিত) বন্ধ করা হবে না। আজ থেকে আগে যারা ফোন ব্যবহার করছেন, তাদের ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
নতুন ফোনের ক্ষেত্রে নিয়ম কী?
বিটিআরসির উপপরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান জানান, আজ থেকে নেটওয়ার্কে নতুন কোনো ফোন যুক্ত হলে তা বিটিআরসির সার্ভারে যাচাই হবে।
ফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
ফোনটি অবৈধ বা আনঅফিশিয়াল হলে গ্রাহকের কাছে একটি সতর্কবার্তা বা সিগন্যাল যাবে।
সতর্কবার্তা পাওয়ার পর গ্রাহক ওই ফোনটি নিবন্ধন করার জন্য ৩ মাস (৯০ দিন) সময় পাবেন।
এই ৩ মাসের মধ্যে বৈধ কাগজপত্র দিয়ে রেজিস্ট্রেশন না করলে ফোনটি বন্ধ হয়ে যাবে।
ব্যবসায়ীদের স্টকের ফোনের কী হবে?
মোবাইল ব্যবসায়ীদের স্টকে থাকা যেসব ফোনের আইএমইআই (IMEI) তালিকা ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে বিটিআরসিতে জমা দেওয়া হয়েছে, সেগুলো বৈধ হিসেবে গণ্য হবে এবং সচল থাকবে। তবে আজকের পর থেকে চোরাই পথে আসা নতুন কোনো ফোন বাজারে এলে তা এনইআইআর-এর আওতায় পড়বে।
প্রবাসীদের জন্য সুখবর ও নিয়ম
বিদেশফেরত প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা রেখেছে বিটিআরসি। প্রবাসীরা দেশে আসার সময় নিচের নিয়মগুলো মেনে ফোন আনতে পারবেন:
ফোনের ধরণ | পরিমাণ ও নিয়ম |
|---|---|
ব্যবহৃত ফোন | নিজস্ব ব্যবহৃত ফোন আনতে পারবেন (শুল্কমুক্ত)। |
নতুন ফোন | সর্বোচ্চ ২টি নতুন হ্যান্ডসেট শুল্কমুক্ত সুবিধায় আনা যাবে। |
নিবন্ধন প্রক্রিয়া | পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টস দিয়ে এনইআইআর পোর্টালে ৩ মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। |
বিটিআরসি সবাইকে আনঅফিশিয়াল ফোন কেনা থেকে বিরত থাকার এবং ফোন কেনার আগে আইএমইআই যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে।
প্রতিবেদক
প্রযুক্তি ডেস্ক





