খালেদা জিয়ার বিদায়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

বেগম জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে তার জানাজার দিন আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন।
৩ দিনের শোক ও সাধারণ ছুটি
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, "সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি।" এ সময় তিনি জানাজাসহ সব ধরনের আনুষ্ঠানিকতা পালনে শৃঙ্খলা বজায় রাখতে এবং সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
‘জাতি এক মহান অভিভাবককে হারালো’
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ড. ইউনূস বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহীরুহসম ব্যক্তিত্ব। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।"
তিনি আরও বলেন, "গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে।"
শান্তি ও সম্প্রীতির ডাক
শোকের এই মুহূর্তে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি না করার বিষয়ে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন, "শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সেই বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। জাতির এই কঠিন সময়ে আমাদের ঐক্যবদ্ধ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।"
এক নজরে শেষ বিদায়
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা




