শাকিবের পারিশ্রমিক ৫ কোটি! ‘টাইটান’ সিনেমায় নায়িকা কি বলিউডের?

তুফান ছবির টিজার থেকে সংগৃহীত
‘তুফান-২’ এর আকাশছোঁয়া সাফল্যের পর এবার নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন ঢালিউড কিং শাকিব খান। ২০২৬ সালের শুরুতেই দিলেন বড় চমক। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, নিজের পরবর্তী প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টাইটান’ (নাম প্রস্তাবিত)-এর জন্য তিনি পারিশ্রমিক হাঁকিয়েছেন রেকর্ড পরিমাণ ৫ কোটি টাকা!
বুধবার (৭ জানুয়ারি) এফডিসিপাড়ায় এবং সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। যদি এই খবর সত্য হয়, তবে এটিই হবে বাংলা সিনেমার ইতিহাসে কোনো নায়কের নেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।
বাজেট ৫০ কোটি, নায়কই নিচ্ছেন ১০%
নির্ভরযোগ্য সূত্রমতে, আসন্ন সিনেমাটি পরিচালনা করবেন দেশের হিটমেকার নির্মাতা রায়হান রাফি। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, শাকিব খান চিত্রনাট্য পছন্দ করেছেন কিন্তু সাইনিং মানি হিসেবে ৫ কোটি টাকা দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক বলেন, "শাকিব খান এখন শুধু বাংলাদেশের সুপারস্টার নন, তিনি গ্লোবাল আইকন। তার সিনেমা রিলিজ হলে ১০০ কোটির ব্যবসা করে। তাই ৫ কোটি টাকা দাবি করাটা খুব একটা অযৌক্তিক নয়। তবে আমাদের বাজারের প্রেক্ষাপটে এটি বিশাল ঝুঁকি।"
নায়িকা নিয়ে ধোঁয়াশা: কে থাকছেন শাকিবের বিপরীতে?
সবচেয়ে বড় কৌতূহল এখন সিনেমার নায়িকা নিয়ে। ‘টাইটান’-এ শাকিবের বিপরীতে কে থাকবেন? সূত্র বলছে, এবার আর কলকাতার কেউ নন, সরাসরি বলিউড বা দক্ষিণ ভারতীয় কোনো বড় তারকাকে দেখা যেতে পারে।
শ্রদ্ধা কাপুর: বলিউডের এই মিষ্টি নায়িকার নাম জোরেশোরে শোনা যাচ্ছে।
রাশমিকা মান্দানা: প্যান-ইন্ডিয়ান প্রজেক্ট হওয়ায় দক্ষিণী সেনসেশন রাশমিকার সঙ্গেও নাকি প্রাথমিক কথা হয়েছে।
তবে চূড়ান্ত ঘোষণা আসবে আগামী সপ্তাহে বড়সড় এক মহরতের মাধ্যমে।
ঢালিউডে কার পারিশ্রমিক কত? (২০২৬ আপডেট)
শাকিব খানের এই পারিশ্রমিক বৃদ্ধির ফলে অন্য নায়কদের সঙ্গে তার ব্যবধান আকাশ-পাতাল হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বাজারে শীর্ষ নায়কদের আনুমানিক পারিশ্রমিকের একটি চিত্র নিচে দেওয়া হলো:
তারকা | বর্তমান পারিশ্রমিক (আনুমানিক) |
|---|---|
শাকিব খান | ৪ - ৫ কোটি টাকা |
আরিফিন শুভ | ৭০ - ৮০ লাখ টাকা |
সিয়াম আহমেদ | ৫০ - ৬০ লাখ টাকা |
শরিফুল রাজ | ৪০ - ৫০ লাখ টাকা |
ভক্ত ও সমালোচকদের প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় শাকিব ভক্তরা বা ‘শাকিবিয়ান’রা এই খবরে উল্লাস প্রকাশ করছেন। তাদের মতে, "রাজা তার প্রাপ্য সম্মানই চেয়েছেন।" অন্যদিকে সমালোচকরা বলছেন, "সিনেমার বাজেটের বড় অংশ যদি নায়কের পকেটে যায়, তবে মেকিং বা ভিএফএক্স-এর মান কমতে বাধ্য।"
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ‘টাইটান’ সিনেমায় শাকিব খান কার সঙ্গে জুটি বাঁধেন এবং তার এই রেকর্ড পারিশ্রমিক বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিতে পারে কি না।
প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক, ঢাকা
