Accidentজাতীয়বাংলাদেশ

কুমিল্লায় সংঘর্ষের পর বাসে দাউ দাউ আগুন, ২ শিশুসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। বাস, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি উল্টে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় ঘটনাস্থলেই দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে মহাসড়কের দাউদকান্দির বাণিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন ও উদ্ধার অভিযান

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরপরই বাসটি উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ররশাদ হোসেন জানান, "আমরা ঘটনাস্থল থেকে মোট চারজনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে তিনজনের মরদেহ বাসের ভেতর থেকে এবং একজনের মরদেহ বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ এবং দুটি শিশু রয়েছে।"

পুলিশের বক্তব্য

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, "মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষের জেরে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর আমরা হতাহতদের উদ্ধার করি। আহতদের দ্রুত উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।"

যান চলাচল ও বর্তমান পরিস্থিতি

দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

#কুমিল্লা সড়ক দুর্ঘটনা#বাসে আগুন#দাউদকান্দি দুর্ঘটনা#ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক#সড়ক দুর্ঘটনা ২০২৬#Comilla Accident#Bus Fire#Daudkandi Highway#Road Accident BD

প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...