আকিজ কারখানায় বয়লার বিস্ফোরণ: দগ্ধ ৮, ক্ষতি ৩০ লাখ

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট (আকিজ পলিফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড) কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার প্রকৌশলী, মেকানিক ও অপারেটরসহ অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নবীগঞ্জ এলাকায় উইলসন রোডে অবস্থিত ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর দগ্ধদের দ্রুত উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধদের পরিচয়
আহতদের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন:
প্রকৌশলী তারেক (২৬)
মেকানিক মো. খোরশেদ (৩৫) ও ফেরদৌস (৩৫)
অপারেটর মো. মঞ্জুর (২৮), হাবিব (৪৩) ও মো. রাকিবুল (২৫)
গাড়িচালক মো. হান্নান (৪৬)
যা ঘটেছিল ঘটনাস্থলে
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ করেই কারখানার ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে কারখানার বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং হিট এক্সচেঞ্জার মেশিনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন কারখানার সামনে জড়ো হন।
কারখানার ব্যবস্থাপক মো. শুভ জানান, এই দুর্ঘটনায় তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের বক্তব্য
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, "খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। সিমেন্ট কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণে ৮ জন আহত হয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। তবে চিকিৎসকদের মতে, বর্তমানে তারা আশঙ্কামুক্ত।"
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, "আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, বয়লার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে।"
প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
