হাদি হত্যা: ফয়সালের ৫৩ অ্যাকাউন্টের ৬৫ লাখ টাকা ফ্রিজ করল আদালত

ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে বড় অগ্রগতি হয়েছে। এই মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাবে থাকা মোট ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ জানুয়ারি) সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
কেন ফ্রিজ করা হলো ব্যাংক হিসাব?
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল লতিফ আদালতে জানান, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির ব্যাংক হিসাব বিশ্লেষণে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে যে, এই অর্থ খুন, সন্ত্রাস এবং সংঘবদ্ধ অপরাধে ব্যবহার বা জোগান দেওয়া হচ্ছিল, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের পরিপন্থী।
সিআইডি আদালতকে জানায়, এখনই এসব হিসাব অবরুদ্ধ না করলে মামলার নিষ্পত্তি হওয়ার আগেই অর্থ বেহাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী-২০১৫) এর ১৪ ও ১৭(২) ধারা অনুযায়ী এই অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া হিসেবে ফ্রিজ করা জরুরি।
চার্জশিট ও পলাতক আসামি
এদিকে, হাদি হত্যা মামলায় মঙ্গলবার (৬ জানুয়ারি) গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে। এতে প্রধান আসামি ফয়সাল ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
গ্রেপ্তার (১১ জন): ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক, সহযোগী কবির এবং পালিয়ে যেতে সহায়তাকারীরা।
পলাতক (৬ জন): মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, সাবেক কাউন্সিলর বাপ্পি, বাইক চালক আলমগীর, ফিলিপ, ফয়সলের বোন জেসমিন ও তার স্বামী।
হত্যাকাণ্ডের প্রেক্ষাপট
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে অটোরিকশায় ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রতিবেদক
আদালত প্রতিবেদক, ঢাকা




