আবহাওয়াজীবনযাপন

টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, কাঁপছে জনপদ

ছবি: সংগৃহীত

পৌষের শেষলগ্নে হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের কাছাকাছি অবস্থিত এই জেলায় টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কখনো মৃদু আবার কখনো মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনজীবন, বিশেষ করে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস

টানা ৩ দিনের তাপমাত্রার রেকর্ড

গত তিন দিন ধরেই এই জেলায় তাপমাত্রার পারদ ওঠানামা করছে ১০ ডিগ্রির নিচে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী:

  • আজ (রোববার): ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

  • শনিবার: ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

  • শুক্রবার: ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে শীতের চিত্র

আজ সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। সরেজমিনে দেখা যায়, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। রাত থেকে পরদিন সকাল পর্যন্ত পুরো জেলা ঘন কুয়াশায় ঢাকা থাকছে।

তবে আশার কথা হলো, সকাল থেকেই সূর্যের দেখা মিলছে। রোদের ঝিলিক দেখা দেওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না।

আবহাওয়া অফিসের পূর্বাভাস

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, "শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। পাহাড়ি হিম বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। পুরো জানুয়ারি মাসজুড়েই শীতের এই তীব্রতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।"

#শৈত্যপ্রবাহ#পঞ্চগড়ের আবহাওয়া#আজকের তাপমাত্রা#শীতের খবর#তেঁতুলিয়া আবহাওয়া#সর্বনিম্ন তাপমাত্রা#আবহাওয়া অধিদপ্তর#Winter in Bangladesh#Panchagarh Weather#Cold Wave Update

প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...