আন্তর্জাতিকবাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ভিসায় ১৮ লাখ টাকা জামানত, তালিকায় বাংলাদেশ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে) যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই নতুন ভিসা বন্ড নীতির তালিকা প্রকাশ করা হয়। আগামী ২১ জানুয়ারি, ২০২৬ থেকে বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।

কারা পড়বেন এই জামানতের আওতায়?

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি ভিজিট ভিসা বা বি-১/বি-২ (B1/B2) ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হন, তবে তাকে এই বন্ড জমা দিতে হতে পারে। ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার অফিসার সিদ্ধান্ত নেবেন যে আবেদনকারীকে ঠিক কত টাকা জামানত দিতে হবে। জামানতের পরিমাণ তিনটি ধাপে নির্ধারণ করা হয়েছে:

  • ৫,০০০ ডলার (প্রায় ৬ লাখ টাকা)

  • ১০,০০০ ডলার (প্রায় ১২ লাখ টাকা)

  • ১৫,০০০ ডলার (প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা)

প্রবেশের শর্ত ও বিমানবন্দর

যারা এই বন্ড দিয়ে ভিসা পাবেন, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তারা যেকোনো বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন না। তাদের জন্য নির্ধারিত তিনটি বিমানবন্দর হলো:

  • বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর (Boston Logan)

  • জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (JFK), নিউইয়র্ক

  • ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর (Washington Dulles)

টাকা জমা দেওয়ার নিয়ম

আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পে.গভ’ (Pay.gov)-এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে এবং অর্থ জমা দিতে হবে। মূলত ভিসার মেয়াদের মধ্যে বিদেশি নাগরিকরা যেন দেশে ফিরে যান, তা নিশ্চিত করতেই এই ‘আর্থিক নিশ্চয়তা’ বা বন্ড নেওয়া হচ্ছে।

তালিকায় থাকা উল্লেখযোগ্য দেশসমূহ

নতুন এই তালিকায় মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোকে টার্গেট করা হয়েছে। বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান ও নেপাল। উল্লেখযোগ্য কয়েকটি দেশ ও তাদের কার্যকর তারিখ:

দেশ

কার্যকর হওয়ার তারিখ

বাংলাদেশ

২১ জানুয়ারি, ২০২৬

নেপাল

২১ জানুয়ারি, ২০২৬

ভুটান

১ জানুয়ারি, ২০২৬

কিউবা

২১ জানুয়ারি, ২০২৬

ভেনেজুয়েলা

২১ জানুয়ারি, ২০২৬

বিশ্লেষকরা মনে করছেন, অভিবাসন প্রত্যাশীদের চাপ কমানো এবং ‘ওভারস্টে’ (ভিসার মেয়াদ শেষে থেকে যাওয়া) রোধ করতেই ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার আগে বা সমসাময়িক সময়ে এই কঠোর নীতি আরও বিস্তৃত করা হলো।

#যুক্তরাষ্ট্রের ভিসা#ভিসা বন্ড#ইউএস ভিসা ফি#বাংলাদেশ টু আমেরিকা#ভিসা জামানত#পররাষ্ট্র দপ্তর#US Visa Bond#US Visa for Bangladeshi#B1/B2 Visa Rules#Bangladesh USA Travel

প্রতিবেদক

আন্তর্জাতিক ডেস্ক

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...