রশিদের রাজত্ব শেষ: টি-টোয়েন্টিতে ৮ বছরের রেকর্ড ভেঙে চূড়ায় হোল্ডার

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী অলরাউন্ডার জেসন হোল্ডার। দীর্ঘ ৮ বছর ধরে আফগান স্পিনার রশিদ খানের দখলে থাকা 'এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট' শিকারের রেকর্ডটি এখন হোল্ডারের দখলে। ২০২৫ সাল জুড়ে বল হাতে অবিশ্বাস্য ধারাবাহিকতার পুরস্কার পেলেন এই ক্যারিবীয় তারকা।
যেভাবে ভাঙলো ৮ বছরের রেকর্ড
সোমবার (২৯ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেন হোল্ডার। এই ম্যাচে ২৪ রানে ২ উইকেট শিকারের মধ্য দিয়ে ২০২৫ সালে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ৯৭-এ। এর আগে ২০১৮ সালে এক বছরে ৯৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন রশিদ খান।
এক নজরে রেকর্ডবুক
টি-টোয়েন্টির ইতিহাসে এক বছরে ৯০-এর বেশি উইকেট নেওয়ার কীর্তি এখন পর্যন্ত কেবল এই দুজনেরই। পরিসংখ্যানটি নিচে তুলে ধরা হলো:
বোলার | সাল | ম্যাচ | উইকেট |
|---|---|---|---|
জেসন হোল্ডার (উইন্ডিজ) | ২০২৫ | ৬৯ | ৯৭ (রেকর্ড) |
রশিদ খান (আফগানিস্তান) | ২০১৮ | ৬১ | ৯৬ |
ডোয়াইন ব্রাভো (উইন্ডিজ) | ২০১৬ | ৭১ | ৮৭ |
ব্যাট হাতেও দুর্দান্ত হোল্ডার
২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে মোট ৬৯টি ম্যাচ খেলেছেন হোল্ডার। ২১.৪২ গড় এবং ৮.৩০ ইকোনমি রেটে বল করেছেন তিনি। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও বছরজুড়ে আলো ছড়িয়েছেন। টি-টোয়েন্টিতে এ বছর তার ব্যাট থেকে এসেছে ৮৪৬ রান।
পেসারদের মধ্যে এক বছরে ৮০-এর বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে মাত্র দুজনের—জেসন হোল্ডার ও তার স্বদেশি ডোয়াইন ব্রাভো। এই রেকর্ডের মাধ্যমে হোল্ডার নিজেকে টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা কার্যকরী ক্রিকেটার হিসেবে প্রমাণ করলেন।
প্রতিবেদক
ক্রীড়া ডেস্ক




