এনইআইআর স্থগিতের দাবি: ফের রাস্তায় নামলেন মোবাইল ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম স্থগিত, মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত সহকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও রাজপথে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা। বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন ব্যবসায়ীদের একটি বড় অংশ।

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়নের নামে সাধারণ ব্যবসায়ী ও গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত স্থগিত না করলে এবং আটক ব্যবসায়ীদের মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

রোববারের সংঘর্ষ ও রণক্ষেত্র কারওয়ান বাজার

এর আগে গত রবিবার (৪ জানুয়ারি) একই দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান ব্যবসায়ীরা। সেদিন সকাল থেকে কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিটিআরসি ভবনের দিকে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

  • পুলিশের অ্যাকশন: আন্দোলনকারীরা ইট-পাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

  • দফায় দফায় সংঘর্ষ: ব্যবসায়ীরা কারওয়ান বাজারের বিভিন্ন গলিতে অবস্থান নিলে দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

‘২৫ লাখ ব্যবসায়ী বেকার হওয়ার শঙ্কা’

রোববারের সংঘর্ষের পর বিকেলে রাজধানীর মোতালেব প্লাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন ব্যবসায়ী প্রতিনিধিরা। সেখানে তারা দাবি করেন, এনইআইআর সিস্টেমের কারণে দেশের প্রায় ২৫ লাখ ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ী বেকার হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন।

বৈঠকে ব্যবসায়ীরা অভিযোগ করেন, "আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা বৈধভাবে ব্যবসা করতে চাই, কিন্তু এনইআইআর-এর জটিলতায় ব্যবসা লাটে ওঠার দশা। যদি আমাদের হয়রানি বন্ধ না করা হয়, তবে আন্দোলন আরও বেগবান হবে।"

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই এনইআইআর স্থগিত এবং ব্যবসায়ীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে মোবাইল ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।

#এনইআইআর#মোবাইল ব্যবসায়ী আন্দোলন#বিটিআরসি#বসুন্ধরা সিটি#কারওয়ান বাজার সংঘর্ষ#মোবাইল ফোন#NEIR Bangladesh#Mobile Traders Protest#BTRC News#Dhaka News.

প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতামত জানাও (0)

সকলের সাথে আপনার চিন্তা শেয়ার করুন

মতামত জানাতে লগিন করুন

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে সহজেই লগিন করতে পারেন

লোড হচ্ছে...

আরো পড়ুন